মা

avatar

মা নিয়ে যুগে যুগে কত গল্প কবিতা গান উপন্যাস লেখা হয়েছে। রয়েছে কত ধর্মীয় মর্যাদা, কত বিধি বিধান। কিন্তু মা তো মায়েই। পৃথিবীর কোন উপমা কোন তুলনা মায়ের সাথে যায় না। পুরো পৃথিবী যদি একদিকে হয়ে যায় আর মা যদি থাকে একদিকে তারপরেও মায়ের সাথে কারোই তুলনা সম্ভব না।

পুরো পৃথিবী আপনাকে ভূলে যেতে পারে, পুরো পৃথিবী টাকার কাছে বিক্রি হতে পারে। কিন্তু একজন মায়ের কাছে সন্তানের ভালোবাসা কখনো পৃথিবীর কোন সম্পদ দিয়ে কিনে নিতে পারবেন না।

একজন মা বোরখা পড়ে তার সন্তানের সাথে ক্রিকেট খেলছেন। এই ছবি গুলোতে শুধু মাত্র একজন মা আর সন্তানের নির্মল আনন্দ দেখলাম। এখানে আপনি চাইলে মা আর ছেলের অকৃত্তিম মধুর সম্পর্ক্টা দেখতে পারেন, আপনি চাইলে সন্তানের জন্য মাঠে নেমে আসাটাও দেখতে পারেন। চাইলে মা যে বোরখা পড়ে আছে সেটাও দেখতে পারেন। দেখার স্বাধীনতা আপনার।

তবে আপনি কি দেখলেন আর কি ভাবলেন সেটাতে ওই মায়ের কিছু আসে যায় না। আপনি কি মনে করলেন তাতেও কিচ্ছু যায় আসে না। এইখানে মা তার সন্তানের জন্য ধর্মীয় বিধি নিষেধ মেনেই ভালোবেশে যাচ্ছেন। তার কাছে মাকে বোল্ড করে দিতে পারার আনন্দে ছেলেটার উচ্ছ্বসিত ভঙ্গিতে ছুটে আসার দৃশ্যটাই জগতের সবচেয়ে মধুর দৃশ্য।

মা ছেলের ক্রিকেট খেলার ছবিগুলোতে আমি শুধু মা আর সন্তানের নির্মল আনন্দ দেখলাম। অথচ আপনারা কতজন কতকিছু দেখে ফেললেন! একদল দেখছে ছবিতে জঙ্গি আফগানী মা ছেলে, আরেক দল নাকি এখানে বাংলাদেশী মা ছেলেকে খুঁজেই পাচ্ছে না। তাহলে কি লাল সবুজ রঙের পোশাক পরে প্রমাণ দিতে হবে আমরা বাংলাদেশী মা এবং ছেলে !

নারীবাদীরা পোশাকে স্মার্ট হতে পারেন হয়তো, হয়তো নারীবাদীদের কাছে সমুদ্র সৈকতে সুইম কাস্টম পরে বেরানোটা স্মার্টনেস হতে পারে তবে মানসিকতায় বোরখা পড়া ওই মায়ের কাছে জাস্ট ইনিংস ব্যবধানে হেরে গেছেন তারা।

বোরকা পরিহিতা মহিলা তার ছেলেকে ক্রিকেট খেলায় সঙ্গ দেয়াটাকে আপনার সুন্দর নাই লাগতে পারে, আপনার কাছে বোরখা পারাটাকে সাম্প্রদায়িক মনে হতেই পারে। সেখানে বাংলাদেশি মাকে খুঁজে পাবেন না এটাই স্বাভাবিক, তবে ধীরে ধীরে এভাবেই বাংলাদেশী মায়েরা এগিয়ে যাবে। কারন আজ থেকে ৫০/৬০ বছর আগেও বাংলাদেশি অধিকাংশ মায়েরা ব্লাউজ ছাড়া শাড়ি পরতো। এটাকে আপনারা বাঙালীর সংস্কৃতির অংশ মনে করলেও আসলে সেটা বাংঙ্গালী সংস্কৃতি বলা যাবে না সেটা ছিল অভাব। তবে যাই বলেন না কেন মুসলিম সংস্কৃতি অন্য কথা বলে ।

মা তো মা'ই হয় কিন্তু নারীবাদী নর্তকীরা যখন মা শব্দটাকে ধর্ম আর জাতীয়তার তারকাঁটা দিয়ে ভাগ করতে চায় তখন একটা কথা বলতেই হয় - আপনার এক বাংলাদেশি মা ব্লাউজ ছাড়া শাড়ি পরে সন্তানের সাথে ক্রিকেট খেলতে নেমেছে। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উন্মুক্ত হয়ে আছে। এখন ভাবুন কোন দৃশ্যটা বেশি সুন্দর ? বোরকা পরিহিতা নাকি ব্লাউজ ছাড়া শাড়ি পরিহিতা ? কোন মহিলা বিব্রতকর পরিস্থিতিতে পড়বে বেশি বোরকা নাকি ব্লাউজ ছাড়া শাড়ি পরিহিতা ??

আচ্ছা, মায়ের কি কোন জাত হয় ? মা তো মা'ই হয়। পোশাক দিয়ে মা'কে চিনতে হবে কেন? মা সত্তা না দেখে শরীর কেন দেখেন ? নিজেদের চোখকে একটু সংযত করা যায় না?

আপনারাই আবার এই ছবি সী বীচে বীচড্রেস পরিহিত হলে মা ছেলেকে বাহবা দিতেন, মজা নিতেন।
আবার যারা বিকিনি পরিহিত মা ছেলেকে দেখলে চোখ দুটো গরুর চোখ করে তাকিয়ে থাকেন তারাও হিপোক্রেট।

বোরখা পড়া নাম না জানা ওই মায়ের জন্যে ভালোবাসা।

সব গুলো ছবি ফেবু হতে সংগৃহিত



0
0
0.000
1 comments
avatar

তাই মা কে অনেক ভালবাসি। দোয়া করি পৃথিবীর সকল মা সুস্থ থাকুক। ♥♥

0
0
0.000