A story about guest birds in Bangladesh

avatar

এখনো যায়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অতিথি পাখি। প্রতিবছর শীতকালের শুরুর দিকে সুদুর সাইবেরিয়া ও বিভিন্ন দেশের থেকে এই পাখিগুলো আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেক গুলোতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লাল রঙের শাপলার মাঝে হাঁস প্রজাতির পাখি গুলোকে দেখলে প্রাণ টা জুরিয়ে যায়। লাল শাপলার মাঝে সাদা কালো ও বিভিন্ন রঙের পাখির ডানা ঝাপটানোর দৃশ্য দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর প্রতিটি লেকে। এই লেক গুলোটে প্রতি বছর প্রায় ৫০ প্রজাতির হাজার হাজার পাখির দেখা পাওয়া যায়। বিভিন্ন জায়গা থেকে প্রতি বছর অনেক অনেক মানুষের ভিড় জমে এই অপরুপ দৃশ্য দেখার জন্য। পাখি গুলো সাধারণত শীত কালের শুরুর দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেক গুলোতে আসতে শুরু করে। এই সময় টাতে তাদের নিজ বাসস্থান থাকার অনুপযোগী হয়ে পড়ে। এর মূল কারন হলো ওই সময় টাতে তাদের নিজ দেশের তাপমাত্রা।
IMG_20210307_132508-01.jpeg
This picture was taken with redmi note 7 phone.

উক্ত সময়ে তাদের নিজ দেশের তাপমাত্রা অনেক কমে যায়। ফলে প্রচুর তুষারপাত ও ঠান্ডা পড়ে। যার ফলে তারা হাজার হাজার মাইল পথ উড়ে উড়ে নাতিশীতোষ্ণ অঞ্চলের দিকে চলে আসে। এর ফলে বাংলাদেশ অনেক পাখি তুষারপাত থেকে বাঁচতে চলে আসে। তবে বাংলাদেশে আসা পাখিদের মোট শতকরা ১০০ ভাগের ৮ থেকে ৯ শতাংশ পাখিই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেক গুলোতে এসে পাড়ি জমাতে থাকে। সাধারণত প্রতি বছরের অক্টোবর মাসের শেষের দিকে ও নভেম্বরের শুরুর দিকে বাংলাদেশে আসতে শুরু করে। প্রায় ৪ মাসের মতো বাংলাদেশে থাকে এরপর নিজের দেশের দিকে রওনা দিতে শুরু করে।অর্থাৎ ফেব্রুয়ারির শেষের দিকে রওনা দিতে শুরু করে ও মার্চের প্রথম দিকে পুরোপুরি চলে যায়। তবে এবার কিছুটা ভিন্নরকম দৃশ্য দেখা যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কারণ এখনো বেশ কিছু পাখি নিজ দেশের দিকে ফিরে যায়নি। অনেক পাখি এখানেই রয়ে গেছে। এর মূল কারণ হলো বাংলাদেশে এখনো অতটা গরম পড়েনি। তাই ঠান্ডা দেশে ফিরে যেতে দেখা যাচ্ছে না তাদের।ফলে অনেকেই এখনো ভিড় জমাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেম্পাসে।উপভোগ করছে মনোরম দৃশ্য। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।

A few words about me…

I am a College student of Bangladesh in dhaka.I live in dhaka, Bangladesh . I love gardening, travelling, painting and eating.I have a rooftop garden as well. I love cooking most. I'm a very simple man with some simple dreams. Thanks for reading peacefully. Hope you will like my blog post. See you soon in my next blog post.

Thanks



0
0
0.000
0 comments