Would be or maybe would be? The begining part 2

রাতে শান্তির ঘুম ঘুমালাম। রাতে অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম!
দেখলাম ফুলি খালা কোথায় যেন চলে গেছে!
এরকম একটা ভিত্তিহীন স্বপ্ন কেন দেখলাম সেটাও একটা ভিত্তিহীন প্রশ্ন!
সকালে ঘুম ভাংলো যখন তখন বাজে ঘড়িতে ১০ টা!
অথচ ফুলি খালা তো তার এলার্ম ৭টার পর থেকেই শুরু করে! আজ কি হলো!
ফুলি খালা সত্যি সত্যি কোথাও চলে যায়নি তো!
আমি বিছানা থেকে নেমে সামনে তাকাতেই দেখি তূর্য ভাই দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে!

-আপনি এখানে?

-হ্যাঁ! আসলে হয়েছে কি জানো! ঘুম থেকে উঠে সবার আগে তোমার মুখ দেখবো বলে চোখ বন্ধ করে তোমার রুমে চলে এসেছি!
-কেন?

-আরেহ আমি একটা বিষয় নিয়ে রিসার্চ করছি! বিষয় টা হলো, কারো সাথে ভালো কিছু হলে সে ভাবে আজ ঘুম থেকে উঠে কার মুখ টা যে দেখেছি! আমার রিসার্চ এর বিষয় এটাই! আজ তোমার চেহারা দেখেছি কাল তোমার বাবার টা দেখবো! তারপর সারাদিন দেখবো কি কি ঘটে আমার সাথে! তবে আজকের দিন টা মনে হচ্ছে খুব সুন্দর কাটবে! এতো সুন্দর মুখ দেখেছি না!

-বাহ দারুন রিসার্চ! চালিয়ে যান গিনিস বুকে নাম তুলেও ফেলতে পারেন! তা পরশু কার চেহারা দেখবেন? ফুলি খালার?

-সেটা নিয়ে তোমাকে ভাবতে হবেনা! তুমি তোমার দিন নিয়ে ভাবো! সবার আগে তোহ আমার চেহারা দেখেছো! দেখো কেমন কাটে দিন তোমার!

এই বলে লোক টা হাসতে হাসতে চলে গেলো!

আমি একদমই কানে নিলাম না ছ্যাচড়াটার কথা!
কিন্তু তারপরেও আমি বিষয় টা একেবারে ফেলে দিতে পারছিলাম না! একটু একটু করে খেয়াল করছিলাম দিন কেমন কাটছে আমার!
সারাদিন কেটে গেলো! প্রত্যেকদিন এর মতই নরমাল একটা দিন! তার মানে এটাও ছ্যাচড়ামির একটা অংশ ছিলো!
রাতে আবারও কেমন যেন একটা অদ্ভুদ স্বপ্ন দেখলাম!
দেখলাম আমার বিয়ে হয়ে গেছে! আবার দেখলাম বাবা আমাকে একটা মোবাইল ফোন কিনে দিয়েছিলেন যেটা আমি হারিয়ে ফেলেছিলাম প্রায় ২ বছর আগে। আমাকে সেই ফোন খুজে এনে দিয়েছেন তূর্য ভাই! আমার বিয়েটাও হয়েছে ওনার সাথে! আজব কি একটা আবল তাবল স্বপ্ন! মাথা ঘামালাম না আমি আর।
সকালে উঠে দেখি তূর্য ভাই আজো দাঁড়িয়ে আছে! আমি নিরাশ গলায় বললাম
আজ না বাবার মুখোদর্শন করার কথা ছিল?
উনি হাসি হাসি মুখ করে বললেন,
-বাপ মেয়ের চেহারায় মিল আছেনা? এক ই তো কথা!

আমি জানি এসব রিসার্চ টিসারচ কিচ্ছু না তবুও কিছু বললাম না।

আজ বাজারের ডেইট। বাবা বললেন তৃপ্ত ভাই বাজার করবেন অার জাস্ট ফর নলেজ অামাকেও ওনার সাথে যেতে হবে।

pexelspixabay160994.jpg

বাজারে গিয়ে পরলাম আরেক ঝামেলায়!
মাছ বাজারে মাছওয়ালা দাম বলল ৫০০
তৃপ্ত ভাই সাফ জানিয়ে দিলেন ২০০ এর বেশি একটা টাকাও না!
কোথায় ৫০০ আর কোথায় ২০০! লজ্জায় ইচ্ছে করছিলো পালিয়ে যাই!

  • বলি টাকা তো আমার বাবা দিচ্ছে, আপনি এতো কিপ্টেমি করছেন কেন!

দুকদম বাড়াতেই মাছ ওয়ালা পিছু ডাকলো!
৫০০ টাকার মাছ ২৫০ টাকায় দিয়ে দিলো!
অবাক হলেও প্রকাশ করলাম না!
তূর্য ভাই আমার দিকে তাকিয়ে ঠোঁট বাকানো হাসি দিলেন!
আমি অপমানিত হলাম! তবে একা একা বাজার করতে হলে এই টেকনিক ট্রাই করবো! মানুষ টা অপছন্দের হলেও টেকনিক টা ভালো!
বাড়ি ফিরতে ফিরতে বাজলো ১২ টা। আশ্চর্য! ফুলি খালা আজো আসলোনা?
গোসল সেরে এসে বাবার রুমের দিকে যাচ্ছিলাম। রান্নাঘরে কার যেন আনাগোনা টের পেলাম। ফুলি খালা এসেছে ভেবে মনে মনে খুশি হলাম আমি।নাহলে রাঁধতো কে? আমার দ্বারা বাবা ওসব হয়না! বাবার ঘরে গিয়ে বাবাকে পেলাম না,বারান্দায় কাপড় মেলে দিয়ে চলে এলাম।
একটু পরেই খাবার রেডি বলে ডাক দেওয়া হলো!
গলা টা তূর্য ভাই এর।
খেতে গিয়ে আমার মাথায় হাত!
৩ পদ আছে আজ।
১.পেয়াজ দিয়ে ডিম
২.সেদ্ধ ডিম
৩. পোজ করা ডিম
আমি হা করে তাকিয়ে ছিলাম! জানিনা ঠিক কতক্ষন! বাবা আমার চিবুক উপরে ঠেলে দিয়ে মুখ বন্ধ করিয়ে দিলেন।আমি উচ্চস্বরে ফুলি খালা কে যেই না ডাকতে যাবো ওমনি বাবা আবার আমার মুখ টা আগের মতো করে বন্ধ করে দিলেন! এবার আমি গরম চোখে বাবার দিকে তাকালাম।
তুর্য ভাই বললেন,
-থামো থামো চেচিয়ো না!
-কেন চেচাবোনা?
-বা রে! চেচালে বুঝি ফুলি খালা কুমিল্লা থেকে ঢাকায় উড়ে আসবে? প্লেনে? বলি প্লেন কি তোমার বাবার?
এবার বাবা গরম চোখে তূর্য ভাই এর দিকে তাকালেন।
কিছুই বুঝিনা! ফুলি খালা হঠাৎ কুমিল্লা গেলো কেন? বুঝলাম রান্না করেছে কে!

TO BE CONTINUED.....

Pictures are taken from pexels.com



0
0
0.000
2 comments
avatar

Congratulations @troublemakerrr! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You received more than 500 upvotes. Your next target is to reach 600 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do not miss the last post from @hivebuzz:

Hivebuzz support the Papillon Foundation Charity project
October 2020 is the World Mental Heath Month
0
0
0.000