চাকচিক্যের ভালোবাসা | একটি অস্পষ্ট ভালোবাসার গল্প

avatar

বেহায়া মনটা লইড়া তোমারে ভালোবাসিয়া আইজ আমার ঘটিলো জন্জাল। গানটির সাথে সাদৃশ্য রয়েছে আমার ক্ষেত্রে। ভালোবাসার জন্য কি করলাম না ভাই? এতো অল্প বয়সে এতোকিছু কতজনি বা করে? সেই ক্লাস ৯ থেকে শুরু করছি, ১২ পর্যন্ত। একই স্কুলে পড়তাম আমরা। বারবার ছাড়াছাড়ি হয়েও এই বেহায়া মনটার লাগি দূরে সরা হয়না। আসলে সত্যিকারের ভালোবাসার ক্ষেত্রে মনটা বুঝি বড়ই বেহায়া হয়ে থাকে। অবশেষে তো বাস্তবতার কাছে হার মানতেই হলো। তবুও এই বেহায়া মন যেনো পাগলপাড়া।


যৌবনের প্রথম প্রেম ছিলো। অনেক ভালোবাসতাম, সেও বাসতো। এই ভালোবাসার জন্যই পরিবারের বিপক্ষে গিয়েছিলাম, হাজার বাধা বিপত্তি ভেঙ্গে দিনশেষে লুকোচুরি করে হলেও কথা বলতাম। প্রতিদিন প্রাইভেট শেষে ওর জন্য চকোলেট নিয়ে দাঁড়িয়ে থাকতাম। একসাথে হাটতাম সবাই, আমরা দু'জন পিছনে পিছনে হাটতাম একটু খুনশুটি করতাম। মাঝেমাঝে ওর ব্যাগের ভিতরে না বলে চিরকুট রেখে দিতাম। সুযোগ পাইলে স্কুলে দু'জন ফ্রি সময় কাটাতাম।
এই ছোট্র ভালোবাসার জন্য অনেক ছেলের সাথে ঝামেলা করেছি, কেউ চোখ তুলে তাকাইলে তার খবর করে ছেড়েছি। একদিন স্কুলে কিংবা প্রাইভেটে না আসলে দিনটা ফাকা ফাকা লাগতো। যাই হোক, সে আমার ২ বছরের জুনিয়র। আমাকে সেও প্রচুর ভালোবাসা দেখাইতো কিন্তু আড়ালে বন্ধুবান্ধব বড়ভাই আর নতুন নতুন ছেলেদের সাথে মেসেজ ঠিকি চালাতো। কোনোভাবেই বুঝতাম না। অর্থাৎ ছেলেদের প্রতি যে একটা নেশা, এটা তার ভিতরে কাজ করতো। তারপরও এই বেহায়া মন, তাকে নিজের মতো করে ভালোবেসেই যায়।
অবশেষে জানতে পারলাম, সে তার নানিবাড়ি গ্রামের একটা ছেলের সাথে কথা বলে এবং ভিতরে ভিতরে দু'জন অনেকদুর এগিয়েছে। অপরদিকে আমার আর ওর কথা আমাদের দুজনের পরিবারেই কমবেশি জানে। সে এটাকে বিরক্তবোধ করে। এইদিকে আমি স্কুল গন্ডি পার হয়ে কলেজে উঠছি। দেখা একটু কম হয়, এই সুযোগে ওও আরও স্বাধীনতা পেয়ে যায়। আসলে কি ভাই, অধিকাংশ মেয়েরাই অনেকবেশি ছলনাময়ী হয়ে থাকে। আমার টাও ঠিক এরকমি একজন।
অবশেষে সে আমাকে দিনদিন বিরক্তবোধ করে, আমি গভীরে কিছু জানতে চাইলে অনেক তাল বাহানা দিয়ে কাটিয়ে দেয়, এক অন্যরকম মন মানসিকতার সৃষ্টি হয় আর কি। এরপর ছোট্ট একটা বিষয় নিয়ে প্রচুর ঝগড়া শুরু করে দেন নাম্বার ব্লাকলিস্টে রাখে দেন দেখা করেনা আস্তে আস্তে দূরে সরে যেতে লাগে।
(সংক্ষেপে বললাম আর কি)
অবশেষে ধোঁয়াশা পরিস্কার। জানতে পারি, সে তার নানিবাড়ি গ্রামের ঐ ছেলের সাথে সম্পর্ক চালিয়ে যায়, আমিও আস্তে করে ভালোবাসা কে সম্মান জানিয়ে দূরে সরে আসি। হয়তো নিজেই ব্যার্থ, নয়তো আমাকে হয়তো আর তার ভালোলাগে না। যাই হোক, ভালো থাকুক ভালোবাসা। ওরে আর চাইবো না কখনোই। অনেক কষ্ট আর খারাপ লাগা থেকে উঠে এসেছি আল্লাহ রহমত।

20190726_175512.jpg



0
0
0.000
2 comments
avatar

সরে এসেছিস ভালো করেছিস । এইসব মানায় না, এসব বড্ড বেমানান ।

0
0
0.000
avatar

Congratulations @yeakub50! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You have been a buzzy bee and published a post every day of the week

You can view your badges on your board And compare to others on the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Support the HiveBuzz project. Vote for our proposal!
0
0
0.000